যারা গুজব ছড়াচ্ছে তাদের বিচার হবে

যারা গুজব ছড়াচ্ছে তাদের বিচার হবে
নিজস্ব প্রতিবেদক  : কুমিল্লার ঘটনা নিয়ে ফেসবুকে যারা গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ফেসবুকে দেখলাম পুলিশের আইজির ভুয়া আইডি থেকে ‘পুজা বন্ধের নির্দেশনা’ দেওয়া হয়েছে।তিনি বলেন, আমরা এই ধরনের কোনো নির্দেশনা দেইনি। যারা এই ধরনের অপচেষ্টা করছেন বা করে যাচ্ছেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। কোনো বিশৃঙ্খলাকারীকে আমরা এই ধরনের অপচেষ্টা করতে লিপ্ত হতে দেব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ গুজব না ছড়ায়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন