নিউজ ডেস্ক : সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে শতাধিক মানুষ নিহত হয়েছে। বুধবার (১৩ অক্টোকর) সৌদি জোট বলছে, ইয়েমেনের মারিবের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালানো হয়।হামলায় আবদিয়া অঞ্চলে ১০৮ জনের বেশি হুতি বিদ্রোহীর প্রাণহানি ঘটেছে। ২৪ ঘণ্টায় ১৯টি অভিযান পরিচালনা করা হয়।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টানা তৃতীয়দিনের মতো ইয়েমেনে হামলা চলছে। এর আগে সোমবার (১১ অক্টোকর) ১৫৬ জন ও মঙ্গলবার (১২ অক্টোকর) ১৩৪ জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছেন। চলতি সপ্তাহে প্রায় ৪০০ বিদ্রোহী নিহত হয়েছেন ও হুতিদের ১২টি সামরিক যান ধ্বংস হয়েছে।ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক বছরের টানা আগ্রাসনে দেশটির অবকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। এছাড়া দেশটির বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে। সাত বছরের যুদ্ধে ইয়েমেনে বিপর্যয় নেমে এসেছে। ২০১৪ সালে মারিবের ১২০ কিলোমিটার পশ্চিমে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হুতিরা। এরপর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা শুরু করেছে।এতে হাজার হাজার ইয়েমেনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ। দেশটি এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।