আন্তর্জাতিক ডেস্ক : নদীর ধারে রেস্তোরাঁয় বসে আড্ডায় মেতেছেন অনেকে। একটু পরপর পানির ঢেউ এসে তাদের পায়ে দোল দিচ্ছে।সঙ্গে চলছে ভূরিভোজ। থাইল্যান্ডে এমন একটি রেস্তোরাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে। এই রেস্তোরাঁকে বলা হচ্ছে ‘ফ্লাডেড রেস্টুরেন্ট’। সেই রেস্তোরাঁয় পানিতে বসানো হয়েছে টেবিল-চেয়ার। সেখানে বসে পা ভিজিয়ে আড্ডার সঙ্গে চলছে খাওয়া-দাওয়া। কিন্তু যখন পাড়ে জোয়ারের ঢেউ আসে, তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই হয়। ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিনের প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের ব্যাংককের কাছে ননঠাবুরিতে নদীর ধারে এই রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। নদীর ধারে গাছের তলায় বসানো সেই রেস্তোরাঁয় গিয়ে ছবি তোলার হিড়িক পড়ে যায়।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, রেস্তোরাঁর এক কর্মী খাবার বানাচ্ছেন। পানিতে পা ডুবিয়ে সেই খাবার উপভোগ করেন অনেকে।