তুরাগে নৌকাডুবি: আরো দুজনের মরদেহ উদ্ধার

তুরাগে নৌকাডুবি: আরো দুজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় তুরাগ নদে কয়লার ঘাটে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় আরো এক নারী ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী ডুবুরিদল। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১১ অক্টোবর) সকালে রূপায়ন বেগম (৩০) নামে ওই নারীর মরদেহ আমিনবাজার সেতুর নিচে ভেসে ওঠে। আর তার তিন বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের মুক্তারপুর নদী থেকে।বিকেলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান ও ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য জানান।এ নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার হলো। তাদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। রূপায়ন বেগম ও তার মেয়ে ছাড়া উদ্ধার হওয়া বাকিদের মধ্যে ছিলেন শিউলি আক্তার (২০), ইমরান (৩), ফারহান মনি (৪), আরমান (৪)। বাকি একজনের নাম জানা যায়নি।শনিবার (৯ অক্টোবর) ভোর ৫টার পর মাঝনদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি তলিয়ে যায়। ডুবে যাওয়ার সময় নৌকার কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। এরপর সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি ডুবুরিদল এবং নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ অংশ নেয়। শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তীব্র স্রোত ও আলো স্বল্পতার কারণে প্রথম দিনের অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন