বাবার মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়ে!

বাবার মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়ে!
নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মেয়েও। শনিবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- উপজেলার হরিণচড়া ইউনিয়নের জোড়পাখুড়ী গ্রামের মজিবুল হক (৭৫) ও তার মেয়ে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আজগার আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৪০)।মজিবুল হকের ছেলে হারুন-অর রশীদ জানান, দীর্ঘদিন থেকে তার বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোরে তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর তার বড় বোন রাবেয়া খাতুনকে (৪০) জানান তিনি। এ খবর শোনার পর রাবেয়া খাতুনের বুকে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা কোনোকিছু বুঝে ওঠার আগেই রাবেয়াও মৃত্যুর কোলে ঢোলে পড়ে।  হারুন অর রশিদ বলেন, আমার বোনের শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কথা বলে দুইজনের মরদেহ একসঙ্গে দাফন করার সিদ্ধান্ত হয়। বাদ যোহর জোড়পাখুড়ী জামে মজজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন