আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশ অভিযানেই হারিয়ে গেছে শিয়ান-১০ নামে চীনের একটি উপগ্রহ। এটিকে তারা পৃথিবীর কক্ষপথে পাঠাতে সক্ষম হয়নি।যান্ত্রিক গোলযোগের কারণে সেটি মহাকাশেই হারিয়ে গেছে। চীনের পক্ষ থেকে এ বিষয়টি স্বীকার করা হয়েছে।গত সোমবার দক্ষিণ চীনের সিচ্যাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে শিয়ান-১০ নামে উপগ্রহটিকে লং মার্চ-৩বি রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়। এর কয়েক ঘণ্টা আগেই দেশটির জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে জিলিন-১ গাওফেন-০২ডি নামে আরেকটি উপগ্রহকে কুয়াইঝাউ-১এ রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়।স্পেস ডটকম বলছে, জিলিন-১ গাওফেন-০২ডি উপগ্রহটি মহাকাশে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে সফলভাবে পৃথিবীর একটি কক্ষপথে স্থাপিত হয়। তবে কোনো হদিস পাওয়া যাচ্ছিল না শিয়ান-১০ উপগ্রহটির। শিয়ান-১০ উৎক্ষেপণের কিছু সময় পরই বিশাল আগুনের গোলা দেখা যায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আকাশে। ওই সময়ই সন্দেহ জাগে চীনা উপগ্রহটি নিয়ে।এক টুইট বার্তায় স্পেস নিউজ জানিয়েছে, লং মার্চ-৩বি রকেটের একেবারে শেষ স্তরের খোলটি জ্বলে গিয়েছিল। ফলে আকাশে আগুনের গোলা দেখা যায়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।