পোলিও টিকা খাওয়ানোর ছবি ভাইরাল!

পোলিও টিকা খাওয়ানোর ছবি ভাইরাল!
আন্তর্জাতিক ডেস্ক : কোমর পানিতে নেমে শিশুদের পোলিও টিকা খাওয়াচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এমন একটি ছবি ভাইরাল হয়েছে।ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জলমগ্ন কিছু এলাকা ডুবে গেছে বন্যার পানিতে। কিন্তু শিশুদের তো পোলিও টিকা খাওয়াতেই হবে। তাই স্বাস্থ্যকর্মীরা কোমর পানি, বুক পানিতে নেমেই টিকা খাওয়াচ্ছেন।  পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী সেখানে বানের পানি বেড়েই চলেছে। কিন্তু এরইমধ্যে পোলিও কর্মসূচির কারণে বিপাকে পড়েছেন অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা।শিশুদের কাঁধে-মাথায় নিয়ে কোমর পানি ঠেলে অভিভাবকরা যেমন টিকা খাওয়াতে আনছেন, তেমনি স্বাস্থ্যকর্মীদেরও কোমর পানিতে দাঁড়িয়েই কাজ করতে হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি