সিরাজগঞ্জ প্রতিনিধি : হত্যা মামলায় সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসানুল হক ফাহিম মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে কাউন্সিলর ফাহিমকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কাউন্সিলর হাসানুল হক ফাহিম মোল্লা সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার বাসিন্দা।সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে শহরের দিয়ারধানগড়া মহল্লার নিজ বাড়ির সামনে থেকে ফাহিম মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২টি হত্যাসহ পুলিশের কাজে বাধা দেওয়া ও বিস্ফোরক আইনে ৬টি মামলা রয়েছে। রাত সাড়ে ৮টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।