নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মইফুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।মইফুল বেগম ভোলা লালমোহন উপজেলার কালামোল্লা গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে দনিয়ার বেলতলা এলাকায় থাকতেন।দুর্ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যুবক মো. মিলন জানান, বিকেলে ছেলে ফরিদের বাসা থেকে নিজের বাসায় ফেরার সময় রাস্তা পার হচ্ছিলেন মইফুল বেগম। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ওই বৃদ্ধাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।কদমতলী থানার সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) মো. শামসুল পনির বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেছে পথচারীরা। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।