বিনোদন ডেস্ক : এবার নতুন ফেলুদা সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের নির্মাতা অরিন্দম শীল। জি-ফাইভের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিরিজে ফেলুদার চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
আর তোপসের ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে। যদিও নির্মাতা অরিন্দম নিজের নতুন কাজ সম্পর্কে কোনও মন্তব্য করেননি। তবে জানা গেছে, এ সিরিজের অন্যতম প্রযোজক হিসেবে থাকবেন অশোক ধানুকা। ফেলুদার বেশ কয়েকটি গল্পের স্বত্বও নাকি রয়েছে তার কাছে।এর আগে আড্ডাটাইমসের ব্যানারে নির্মিতি ফেলুদা সিরিজে দেখা গিয়েছিল পরমব্রত ও ঋদ্ধি সেন জুটিকে। এতে অভিনয়ের পাশাপাশি সিরিজটির পরিচালকও ছিলেন পরমব্রত। বর্তমানে তার হাতে বেশ কিছু কাজ থাকায় নতুন এ সিরিজের নির্মাণের দ্বায়িত্ব নেননি তিনি। অরিন্দমের নতুন সিরিজের প্রথম সিজনের গল্প ‘গ্যাংটকে গণ্ডগোল’। করোনার বিধি-নিষেধের পর ‘মহানন্দা’, ‘খেলা যখন’ সিনেমার শুটিং শেষ করেছেন এই নির্মাতা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হবে তার নতুন সিনেমা ‘তিরন্দাজ শবর’-এর শুটিং।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।