কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ১১২ জন স্থায়ী নাগরিক পাবেন পুলিশে চাকরি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. ফারুক আহমেদ।গত ১০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আগামী ০৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত চলবে অনলাইন আবেদন। ১১২ জনের মধ্যে ৯৫ জন পুরুষ এবং বাকি ১৭টি নারীদের জন্য।পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সব তথ্য জানা যাবে www.police.gov.bd ও Police.teletalk.com.bd– এ।
এসপি মো. ফারুক আহমেদ জানান, এবার সর্বোচ্চ স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে নিয়োগ কাজ সম্পন্ন হবে। অবৈধ সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই এক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে।সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে কীভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে, সে বিষয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। যেখানে দেখানো হয়, কোনো চাকরি প্রার্থীকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে। যার মধ্যে থাকবে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা। সম্মেলন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেন সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) রাজন কুমার দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।