দরজায় চিরকুটসহ টাকা রেখে ক্ষমা চাইলেন

দরজায় চিরকুটসহ টাকা রেখে ক্ষমা চাইলেন

নাগেশ্বরী  প্রতিনিধি : নাগেশ্বরীতে চিরকুট লিখে রাতে ঘরের দরজায় টাকা রেখে গেছে অজানা ব্যক্তি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে পৌরসভার সুখাতী ভাটিয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে হাসানুর রহমান জানান, রাতের খাওয়া শেষে রাত সাড়ে ৮ টায় ঘরের দরজা দিয়ে শুয়ে পড়েন। হঠাৎ মানুষের পায়ের শব্দ শুনে তিনি দরজা খুলে বের হন। দেখেন কেউ একজন তার বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছেন। পিছু পিছু গিয়েও দেখা পাননি। ফিরে এসে দরজা বন্ধ করতে গিয়ে দেখেন সেখানে পড়ে আছে একটা ১০০ টাকার নোট। টাকায় পিন দিয়ে আটকানো একটি চিরকুট। সেখানে লেখা আছে এই টাকাটা ক্ষতি করেছি নিয়ে মাফ করে দেবেন। পরে শুনতে পান একইভাবে একই এলাকার আবু বকরের ছেলে আব্দুল বারেকের ঘরের দরজায় ১০ টাকা, ইসমাইলের ছেলে আব্দুস সাত্তারের ঘরের দরজায় ৫০ টাকা, মৃত শমসের আলীর ছেলে সাইদুরের ঘরের দরজায় ৩০ টাকা, ছফর আলীর ছেলে মজনু মিয়ার ঘরের দরজায় ১০০ টাকা রেখে গেছে অজানা ব্যক্তি। মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা দেখতে ভিড় জমায় সেখানে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি