বুশকে ‘লেকচার’ দেওয়া মানায় না: ট্রাম্প

বুশকে ‘লেকচার’ দেওয়া মানায় না: ট্রাম্প
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বুশ। এ হামলার জেরে তার নির্দেশে আফগানিস্তানসহ একাধিক দেশে সামরিক অভিযানে যায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে আফগানিস্তানে ২০ বছর যুদ্ধ করে দেশটি। বুশের শুরু করা এ যুদ্ধ গত মাসে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।ট্রাম্প বলেন, বুশ কেন যুদ্ধে ট্রিলিয়ন ডলার ব্যয় করেছিলেন? এ অর্থ ব্যয়ই লাখো মানুষের মৃত্যুর কারণ। তিনি প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থ। এ কারণে তার লেকচার দেওয়া মানায় না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার এসিল্যান্ড শায়েখা সুলতানার

অনশনকারীদের ডাব খাইয়ে ৫৯ ঘণ্টা পর অনশন ভাঙালেন বেরোবি উপাচার্য