আন্তর্জাতিক ডেস্ক : ১৫ বছরের কিশোর তারেক জুবাইদি। বাড়ির পাশের একটি পাহাড়ের চূড়ায় বন্ধুদের সঙ্গে খেলছিল সে।সেখান থেকেই তাকে আটক করে ইসরায়েলের সেনাবাহিনী। পরে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। সেই নির্যাতনের কথা স্মরণ হলে এখনো কেঁপে ওঠে ফিলিস্তিনি এই কিশোর। এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে। ওই হামলার দুই সপ্তাহেরও বেশি সময় পর এখনও বেশিরভাগ সময় বিছানায় কাটছে তারেক জুবাইদির। পায়ের ক্ষত কিছুটা সেড়ে উঠলেও বাইরে চলাচল করতে সে ভয় পায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তারেককে গাছে বেঁধে নির্যাতন করে ইসরায়েলের বসতি স্থাপনকারী বাহিনী। তাকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, তার পায়ের তলা পুড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি-কে তারেক জানায়, ‘সেই হামলাকারীদের কথা মনে হলেই আমি ঘামতে শুরু করি এবং আমার হৃদস্পন্দন বাড়তে শুরু করে। ’ইসরায়েলের একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, তারা জুবাইদির অভিযোগের বিষয়গুলো যাচাই করতে সক্ষম হয়নি। তবে তারা স্বীকার করে, ‘এটা স্পষ্ট যে, ছেলেটি শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছে। ’ ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ফিলিস্তিনিদের পাথর নিক্ষেপের খবর পেয়ে সেনাবাহিনীকে হোমেশে পাঠানো হয়। সেখান থেকে এক ফিলিস্তিনি কিশোরকে আটক করা হয়েছিল। পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।তবে তারেক জানায়, পাথর নিক্ষেপের বিষয়ে সে কিছুই জানে না। বন্ধুদের সঙ্গে সেখানে আড্ডা দেওয়ার সময় তাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এরপর চলে নির্যাতন। ছেলেকে ধরে নিয়ে যাওয়ার পর তারেকের মা হানান জুবাইদি আশঙ্কা করেছিলেন যে, সে হয়তো আর ছেলেকে দেখতে পাবেন না।তিনি বলেন, ‘ছেলে আমাকে জানিয়েছে, তাকে ইসরায়েলি বাহিনী নির্মমভাবে নির্যাতন করেছে। আমি তাকে জীবিত দেখব, সে আশা করিনি। ’
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।