আন্তর্জাতিক ডেস্ক : বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বেনামি উৎস থেকে এক ইমেইলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।সোমবার (০৬ সেপ্টেম্বর) ভারতের কোচিন শিপইয়ার্ড কর্তৃপক্ষের কাছে বেনামি উৎস থেকে একটি ইমেইল আসে। ইমেইলে বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর সম্পত্তি নষ্ট করার হুমকি দেওয়া হয়। এছাড়াও কোচিন শিপইয়ার্ড এবং নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দ্রুত পুলিশকে বিষয়টি জানায় কর্তৃপক্ষ। তদন্তে নামে আরনাকুলাম সাউথ থানার পুলিশ। এ ঘটনায় আইটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।কেবল স্থানীয় পুলিশই নয়, ঘটনার তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্থাও। কোন উৎস থেকে এই ধরনের ইমেইল এলো, তা খুঁজে বের করার চেষ্টা করছে।২০২২ সাল নাগাদ ভারতের নৌবাহিনীর বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের। বর্তমানে সমুদ্র ট্রায়াল চলছে এ রণতরীর। সূত্র: হিন্দুস্তান টাইমস।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।