গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্ততিকালে ছয় জনকে আটক করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী স্টেশন রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি দল এমন গোপন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় গাজীপুরের জহিরুল ইসলাম (৪০), মো. শফিকুল ইসলাম ওরফে ইনটেক (৩৪), মো. হাসিব (২২), মো. রুবেল হোসেন (৩০), মো. নাজমুল মিয়া (২৩) ও মো. আশরাফুল ইসলামকে (৩২) আটক করা হয়। আটকদের কাছে থেকে একটি তলোয়ার, একটি চাপাতি, একটি ছুরি, আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।