কিকে সেতিয়েনকে বরখাস্ত করে নিজেদের সাবেক তারকা রোনাল্ড কোম্যানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। এবার সবকিছু ঢেলে সাজাতে থাকা কাতালানরা সহকারী কোচ নিয়োগ দিয়েছে তাদেরই সাবেক স্ট্রাইকার হেনরিক লারসনকে।
কোম্যান-লারসন সম্পর্কটা নতুন নয়। দু’জনই এক সময় ডাচ ক্লাব ফেইনুর্দের জার্সিতে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোম্যানের মতো লারসনও কোচিং ক্যারিয়ার শুরু করেন। ৪৮ বছর বয়সী সুইডিশ তারকা গত বছর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন স্বদেশি ক্লাব হেলসিংবর্গসের।
লারসন ২ বছরের চুক্তিতে কোম্যানের সহকারী হিসেবে ক্যাম্প ন্যুয়ে যোগ দিয়েছেন। বার্সার হয়ে তিনি ২০০৪-০৬ মৌসুম পর্যন্ত লা লিগায় ৪০ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল।