টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।আগের ম্যাচ জেতা বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে নিউজিল্যান্ড দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক অভিষেক হচ্ছে তরুণ মিডিয়াম পেসার বেন সিয়ার্সের। এছাড়া একাদশে ফিরেছেন হামিশ বেনেট। একাদশ থেকে বাদ পড়েছেন ব্লেয়ার টিকনের এবং জ্যাকব ডাফি।এর আগে প্রথম ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ১১ বারের দেখায় নিউজিল্যান্ডকে প্রথমবার হারানোর স্বাদ পাওয়ার পর র‍্যাংকিংয়েও ৩ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে টাইগাররা।অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে অলআউট হয়েছিল, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসে যৌথ সর্বনিম্ন স্কোর। টাইগার বোলারদের তোপ সামলাতে রীতিমত খাবি খেয়েছেন সফরকারী দলের ব্যাটসম্যানরা।  বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।  নিউজিল্যান্ডের একাদশ: রাচিন রবিন্দ্র, টম বান্ডেল, উইল ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন