বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও ‘বিগ বস ১৩’ জয়ী সিদ্ধার্থ শুক্লা (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে নিথর অবস্থায় তাকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। পরে আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ। সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত বলিউড। এভাবে অভিনেতার হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মীরা।২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ২০১৪ সালে বলিউডেও পা রাখেন তিনি। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। একাধিক রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন তিনি। ‘বিগ বস ১৩’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি’-এরও জয়ী সিদ্ধার্থ। ‘ইন্ডিয়ান গট ট্যালেন্ট’-এর মতো অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এই অভিনেতা।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।