হৃদরোগে মারা গেলেন ‘বিগ বস’ জয়ী সিদ্ধার্থ শুক্লা

হৃদরোগে মারা গেলেন ‘বিগ বস’ জয়ী সিদ্ধার্থ শুক্লা
বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও ‘বিগ বস ১৩’ জয়ী সিদ্ধার্থ শুক্লা (৪০) মারা গেছেন।  বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে নিথর অবস্থায় তাকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। পরে আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ।  সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত বলিউড। এভাবে অভিনেতার হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মীরা।২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ২০১৪ সালে বলিউডেও পা রাখেন তিনি। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। একাধিক রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন তিনি। ‘বিগ বস ১৩’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি’-এরও জয়ী সিদ্ধার্থ। ‘ইন্ডিয়ান গট ট্যালেন্ট’-এর মতো অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এই অভিনেতা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি