আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সঙ্গে সংলাপ মানেই তাদের স্বীকৃতি দেওযা নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। টিএফ-১ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংলাপ অনিরাপত্তায় থাকা মানুষদের সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজন।তালেবান আফগানিস্তানের ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। তাই আমাদের অবশ্যই আলোচনা বজায় রাখতে হবে। কিন্তু এর অর্থ তাদের স্বীকৃতি দেওয়া নয়। আমরা তাদের জন্য শর্ত নির্ধারণ করেছি।ফরাসি নেতার মতে, শর্তগুলো মানবাধিকার এবং আফগান নারীদের মর্যাদার প্রতি শ্রদ্ধার বিষয়।ম্যাক্রোঁ শনিবার বলেছিলেন, আফগানিস্তান থেকে স্থানান্তর প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। গত ১৫ আগস্ট তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়ে নেয়। দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। মঙ্গলবার মার্কিন সেনাদের বহনকারী সবশেষ ফ্লাইটটি ছেড়ে গেছে। তালেবান ঘোষণা করেছে, আফগানিস্তান এখন স্বাধীন ও সার্বভৌম দেশ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।