তালেবানের সঙ্গে বসা মানেই স্বীকৃতি দেওয়া নয়: ম্যাক্রোঁ

তালেবানের সঙ্গে বসা মানেই স্বীকৃতি দেওয়া নয়: ম্যাক্রোঁ
আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সঙ্গে সংলাপ মানেই তাদের স্বীকৃতি দেওযা নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  টিএফ-১ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংলাপ অনিরাপত্তায় থাকা মানুষদের সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজন।তালেবান আফগানিস্তানের ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। তাই আমাদের অবশ্যই আলোচনা বজায় রাখতে হবে। কিন্তু এর অর্থ তাদের স্বীকৃতি দেওয়া নয়। আমরা তাদের জন্য শর্ত নির্ধারণ করেছি।ফরাসি নেতার মতে, শর্তগুলো মানবাধিকার এবং আফগান নারীদের মর্যাদার প্রতি শ্রদ্ধার বিষয়।ম্যাক্রোঁ শনিবার বলেছিলেন, আফগানিস্তান থেকে স্থানান্তর প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে।  গত ১৫ আগস্ট তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়ে নেয়। দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি।  মঙ্গলবার মার্কিন সেনাদের বহনকারী সবশেষ ফ্লাইটটি ছেড়ে গেছে। তালেবান ঘোষণা করেছে, আফগানিস্তান এখন স্বাধীন ও সার্বভৌম দেশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ