গোদাগাড়ীর শীর্ষ মাদককারবারী পৌর কাউন্সিলর মোফা কোটি  টাকার হেরোইনসহ আটক

গোদাগাড়ীর শীর্ষ মাদককারবারী  পৌর কাউন্সিলর মোফা কোটি   টাকার হেরোইনসহ আটক

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ মাদককারবারী কাউন্সিলর মোফা কোটি টাকার হেরোইনসহ আটক হয়েছে। এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাকে আটক করে র‌্যাব। থানা পুলিশের দালাল হিসেবে এতোদিন দাপটের সঙ্গে মাদক কারবার চালিয়ে যান মোফা। তার দাপটে স্থানীয় বাসিন্দারাও ছিলেন তটস্থ। মাদক কারবারের পাশাপাশি থানার দালালি করেও কোটিপতি বনে যান এই মোফা। তার বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদককারবারীদের তালিকায় শীর্ষ কাতারে ছিলো মোফার নাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতের রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ২১ সকাল ৮টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ওরফে মোফাকে (৫৭) আটক করে। সে ওই এলাকার আঃ সাত্তারের ছেলে। এ সময় তার নিকট থেকে ১ কেজি ৩৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

এদিকে এই মোফা কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলাও রয়েছে। নির্যাতনের পর থানা মামলা না নেওয়ায় মিনা খাতুন (৩৩) রাজশাহীর পুলিশ সুপারের কাছে যান ন্যায় বিচার চাইতে। এসপির নির্দেশের কয়েকদিন পরও থানা মামলা নেয়নি। শেষে বিভিন্ন মাধ্যমে অবগত হয়ে এসপি পুনরায় দেওয়া কঠোর নির্দেশের পর থানার ওসি মামলা নিতে বাধ্য হলেও এই মামলাটি নিয়ে পুলিশ নানা কাহিনীর জন্ম দিয়েছে।

নির্যাতিত মিনা খাতুন অভিযোগ করে বলেন, এসপির নির্দেশে গোদাগাড়ী থানার ওসি মামলা নিলেও নির্যাতনকারী মাদক সম্রাট মোফাকে কৌশল করে জামিনে বের করে এসেছে। এখন জামিনে এসে মোফা তাকে ঘরছাড়া করতে উঠে পড়ে লেগেছে। দুই সন্তানসহ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলেছে। ফলে ডিআইজি ও এসপির কাছে দরখাস্ত করে দুই সন্তানসহ নিজের জীবনের নিরাপত্তা চান মিনা খাতুন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত