কাবুল বিমানবন্দরে ফের হামলার আশঙ্কা: বাইডেন

কাবুল বিমানবন্দরে ফের হামলার আশঙ্কা: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক : কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।  শনিবার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‌‌আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই আবারও কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা আছে।হুমকির কারণে স্টেট ডিপার্টমেন্ট সব মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের কাছাকাছি এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ১৭০ জন নিহত হয়।  আইএসের আফগান শাখা (আইএস-কে) এ হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দেয়। এরপরে স্বাভাবিক হয় বিমানসেবা।  ৩১ অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেবে আমেরিকা। কিন্তু তার আগে মার্কিন সেনার তরফে খবর মিলেছে যে, আগামী দুই-এক দিনের মধ্যেই ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কায় আছেন বলে জানান বাইডেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন