সৈকতে ভেসে এলো ২৬ ফুট লম্বা মৃত তিমি

সৈকতে ভেসে এলো ২৬ ফুট লম্বা মৃত তিমি
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলা মনখালী এলাকার সাগরতীরে ২৬ ফুট লম্বা তিমির মরদেহ ভেসে আসে।  শুক্রবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে মৃত তিমিটি সৈকতে ভেসে আসে।পরে  খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টেকনাফ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।জেলেরা জানান, সাগরে মাছ ধরার সময় তারা বিশালাকার এ মৃত তিমিটি দেখতে পান। তিমিটি জোয়ার ও ঢেউয়ের ধাক্কায় তীরে আসতে থাকে। এরপর বনবিভাগ ও প্রশাসনকে খবর দেন তারা।তিমিটির শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল বলেও জানান জেলেরা।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, জেলেরা মৃত তিমিটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপরেই রাত ৮টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বনবিভাগের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় মৃত তিমিটি দেখতে পাই।তিনি বলেন, বেশ কয়েকদিন আগেই তিমিটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে মারা গেছে তা এখন বলা যাবে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে।হোয়াইক্যং বন রেঞ্জের কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারেক রহমান বলেন, তিমিটি ২৬ ফুট লম্বা ও সাড়ে ১০ ফুট বেড়ের ছিল। বেশ কিছুদিন আগে দূরে কোথাও মারা যেতে পারে। শামলাপুর ও মনখালী বন বিটের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় লোকজনকে নিয়ে রাত ২টার দিকে তিমিটি সৈকতে গর্ত করে পুঁতে ফেলা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি