মমেক হাসপাতালে দেড় মাসে সর্বনিম্ন মৃত্যু 

মমেক হাসপাতালে দেড় মাসে সর্বনিম্ন মৃত্যু 
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।যা এই হাসপাতালে গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা।  মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এ তথ‍্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।তিনি জানান, সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃত চার জনের মধ্যে তিনজন ময়মনসিংহের ও একজন শেরপুরের। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি গাজীপুর জেলার বাসিন্দা।ডা. মুন আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯২ জন। এর মধ্যে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।  এদিকে, জেলায় একদিনে ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ