নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় আগুন দু’ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ১০ টি থেকে বাড়িয়ে আগুন নিয়ন্ত্রণের এখন কাজ করছে ১৪টি ইউনিট ।শনিবার (২১ আগস্ট) ০৯: ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে একে একে ১৪ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল এগারোটায়ও আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জিয়াউর রহমান জানান, চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভির ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেখানে বিভিন্ন ক্রেস্ট তৈরি করত। বিস্তারিত আরও পরে জানানো যাবে।তিনি আরও জানান, একে একে ১০ থেকে এখন ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।বনানী থানার (ওসি) নুরে আজম মিয়া ঘটনাস্থল থেকে জানান, ওই ভবনের তৃতীয় তলায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির করখানা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।