চুয়াডাঙ্গায় সাংবাদিককে কোপানোর ঘটনায় মামলা, গ্রেফতার ৩

চুয়াডাঙ্গায় সাংবাদিককে কোপানোর ঘটনায় মামলা, গ্রেফতার ৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোড এলাকায় স্থানীয় সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা করা হয়েছে।  মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে আহত সাংবাদিক ডালিমের বড় ভাই আরিফ হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দুই/তিনজনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি করেন।এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ঘটনার দিন সোমবার রাতেই একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো।গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার ইমার্জেন্সি রোডের মৃত আব্দুল লতিফের ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদ (২৪), ফেরিঘাট এলাকার আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জান্নাত হোসেন (২৩) ও একই এলাকার নজরুল লতিফের ছেলে আল মমিন (২২)।এদিকে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা অফিসে জরুরি বৈঠকে মিলিত হন জেলার সাংবাদিক নেতারা। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। পরে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সঙ্গে তারা দেখা করে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি এবং এ ঘটনার সুষ্ঠু ও বিচারের দাবি জানান।এর আগে সোমবার (১৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোড এলাকায় স্থানীয় সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। পরে তিনি চিকিৎসা নেওয়ার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে পৌঁছালে সেখানেও তাকে কোপানো হয়। আহত সোহেল রানা ডালিম শহরের সিঅ্যান্ডবি পাড়ার আব্দুল করিমের ছেলে। তিনি স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি।চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় রাজু আহমেদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ