নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানে বিদেশি নাগরিকসহ সবার নিরাপত্তা নিশ্চিত ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে বিবৃতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা আফগানিস্তানের সব অংশীজনের প্রতি বিদেশি নাগরিকসহ সবার নিরাপত্তা নিশ্চিত ও শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নীতি হলো- এই অঞ্চলের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি। সে অনুযায়ী আফগানিস্তানের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।বাংলাদেশ বিশ্বাস করে গণতান্ত্রিক এবং বহুত্ববাদী আফগানিস্তানের জনগণের নিজ পছন্দই হলো সেখানের স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র গ্যারান্টি। এক্ষেত্রে বাংলাদেশ নিজেকে সম্ভাব্য উন্নয়ন সহযোগী এবং আফগানিস্তানের বন্ধু মনে করে। আমরা মৌলিক শিক্ষা, কমিউনিটি স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আইসিটি সক্ষম পাবলিক সার্ভিস ডেলিভারি প্রভৃতি ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে আমাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত। বেসরকারি সংস্থা-এনজিও যারা গত বিশ বছর ধরে আফগানিস্তানে কাজ করছে তারা সেই দক্ষতা প্রদর্শনও করেছে।