বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ

বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন কর্মকর্তারা।

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) আজমল হুদা মিঠু সরকার জানান, সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপের কারণে বৈরী আবহওয়া বিরাজ করছে। এ কারণে নদী বন্দরে ২ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেট জারি করা হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং বৈরী আবহাওয়া থাকায় যে কোনো দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে তিনি জানান।

অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকলেও বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল অব্যাহত থাকবে।

এদিকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এ সকল রুটের যাত্রীরা। বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ ১২টি রুটে লঞ্চ চলাচল করে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল