নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত বেসরকারি হাসপাতাল অ্যাপলো ক্লিনিকের অক্সিজেন সিলিন্ডারের মিটার বিস্ফোরণে দুই ওয়ার্ডবয় দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতরা হলেন—রাজীব ও হৃদয়। দুজনই হাসপাতালের ওয়ার্ডবয় হিসেবে দায়িত্ব পালন করছিলেন।বুধবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।হাসপাতালের ম্যানেজার আফজাল হোসেন জানান, আমরা কাজ করছিলাম। একজন রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারের মিটার সেট করছিলেন দুজন। এ সময় সেটি বিস্ফোরণ হলে দুজন গুরুতর আহত হন। একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, এরকম একটি ঘটনা ঘটেছে বলে জেনেছি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।