চীন -যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে চীনের জাতীয় নিরাপত্তা আইনের কারণে হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সাবেক ব্রিটিশ কলোনি হংকংয়ে চীনের জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করার পর এর প্রতিক্রিয়ায় বুধবার প্রত্যর্পণ চুক্তিসহ আরও তিনটি দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করে যুক্তরাষ্ট্র।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আইনটির মাধ্যমে হংকংয়ের নাগরিকদের স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছে।
মার্কিন পররাষ্টমন্ত্রী মাইক পম্পেও একটি টুইট বার্তায় বলেন, চীনের কমিউনিস্ট পার্টি স্বায়ত্বশাসিত হংকংয়ের জনগণের স্বাধীনতাকে ধ্বংস করতে চাচ্ছে।
এদিকে হংকংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্থগিত করার বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংকে দেওয়া যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্যিক এবং কূটনৈতিক সুবিধা বাতিল করেন।