ঢাকা: ‘আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে আর আপনারা হাসছেন’ মঙ্গলবার (১০ আগস্ট) মাদক মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শুনানি শেষে বেরিয়ে লিফটে উঠার আগে উৎসুক জনতাকে উদ্দেশ্য করে চিত্রনায়িকা পরীমনি এ কথা বলেন।চিত্রনায়িকা পরীমনিকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এই আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে এ দিন আদালতে হাজির করে চিত্রনায়িকা পরীমনিকে ফের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷ তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও এই মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শুনানিকালে পরীমনি চশমার নিচে হাত দিয়ে চোখ মুছছিলেন। প্রযোজক নজরুল ইসলাম রাজ ছিলেন খুবই বিমর্ষ। অপরদিকে আশরাফুল ইসলাম দীপুকে কাঁদতে দেখা যায়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।