করোনায় ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১৫ জনের মৃত্যু

করোনায় ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১৫ জনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।  রোববার (০৮ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (০৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। বর্তমানে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২২০ জন হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৪৯ জন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না