বিদেশি জাহাজের চোরাই তেলসহ গ্রেফতার ৩

বিদেশি জাহাজের চোরাই তেলসহ গ্রেফতার ৩

মো. রকিবুল হাসান জানান, পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায় চোরাইকৃত ডিজেল অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে মজুদ করছিল কতিপয় চোরাকারবারি চক্র । বুধবার  অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দখলে থাকা টিনের ড্রাম থেকে ১ হাজার ৬৫০ লিটার ডিজেল ও ২৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আগত জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল ও অকটেন সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই ডিজেলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”