নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে শাহিদা (৪০) নামে এক নারী কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পশ্চিম বাহ্রা চকে এ ঘটনা ঘটে।শাহিদা সিরাজগঞ্জ জেলার সেলিমের স্ত্রী। তিনি পরিবার নিয়ে বাহ্রা গ্রামের মো. জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পশ্চিম বাহ্রা চক এলাকায় জমিতে কৃষি কাজ করছিলেন শাহিদাসহ চার শ্রমিক। এ সময় বজ্রপাতে শাহিদা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বজ্রপাতে শাহিদার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।