মালিতে সেনা অভ্যুত্থান , প্রেসিডেন্টের পদত্যাগ

মালিতে সেনা অভ্যুত্থান , প্রেসিডেন্টের পদত্যাগ

সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। সেই সঙ্গে মালির পার্লামেন্টও ভেঙে দেওয়া হয়েছে। মালির রাষ্ট্রীয় টেলিভিশন এসব তথ্য নিশ্চিত করেছে।

টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা বলেন, আমি চাই আমাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রক্তপাত না হোক।

পদত্যাগের ঘোষণা দেওয়া কয়েক ঘণ্টা আগে বিদ্রোহীদের সেনাদের হাতে আটক হন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসে।

বেতন-ভাতা এবং জিহাদিদের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মালির সেনা সদস্যদের মধ্যে অসন্তোষ ছিল বলে জানা গেছে। ২০১৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন কেইতা। তবে মালিতে দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং সাম্প্রদায়িক সংঘর্ষের কারণে জনরোষের মুখে পড়েন প্রেসিডেন্ট কেইতা । বিবিসি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি