মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার কালকিনিতে বজ্রপাতে রেজাউল সরদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।রোববার (৪ জুলাই) দুপুরে কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচরি গ্রামে ক্ষেত থেকে পাট কেটে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত রেজাউল সরদার কোলচরি গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। জানা যায়, রেজাউল সরদার জমির কাজ শেষে গরুর জন্য ঘাস নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এদিকে খবর পেয়ে কালকিনি উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে যাই।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।