স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা। ফলে চূড়ান্ত হয়েছে এবারের আসরের সেমিফাইনালের লাইনআপ।আয়োজক এবং শিরোপাধারী ব্রাজিল শেষ চারে লড়বে পেরুর বিপক্ষে। আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কলম্বিয়াকে।বাংলাদেশ সময় রোববার ভোরে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। দিনের আগের ম্যাচে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়েছে কলম্বিয়া।ব্রাজিল বনাম পেরু ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ জুলাই ভোর ৬টায়। অন্যদিকে ৭ জুলাই সকাল ৭টায় আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। নিজ নিজ সেমিফাইনালে জিতলেই ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখবে ফুটবল বিশ্ব।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।