নওগাঁ প্রতিনিধি : সপ্তাহব্যাপী ‘লকডাউনে’ সরকারি বিধি-নিষেধ অমান্য করে রাস্তাঘাটে ঘোরাফেরা, আড্ডা দেওয়ায় নওগাঁয় একদিকে ২৬৪ জনকে মোট এক লাখ ২৯ হাজার ৭৩০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, শনিবার (৩ জুলাই) থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ২৯টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।অন্যদিকে ‘লকডাউনে’র প্রথম দিন ১ জুলাই জেলায় ২৭টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৬ জনকে ৮৬ হাজার ৩৩০ টাকা ও দ্বিতীয় দিনে ২৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭৫ জনকে এক লাখ সাত হাজার টাকা জরিমানা করা হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।