পাবনা প্রতিনিধি : জেলা শহর পাবনাতে করোনাকালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে জেলা যুবলীগ। ‘মানব সেবায় রাজনীতি, মানুষের পাশে যুবলীগ’- এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে তারা।করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। বর্তমানে অনেক রোগী হাসপাতালসহ নিজ বাড়িতেই চিকিৎসকের পরাপর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহণ করছেন। এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে অনেক সময় বুঝে ওঠার আগেই রোগী অক্সিজেন স্বল্পতার কারণে মৃত্যুবরণও করছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে রোগীর স্বজনরা যদি বুঝতে পারেন তবে কল করুন জেলা যুবলীগের করোনাকালীন অক্সিজেন সেবা প্রদানের হট লাইনে। ফোন করলেই দ্রুত সময়ের মধ্যে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার আপনার বাড়িতে। এই কাজে জেলা যুবলীগের ৪০ জন স্বেচ্ছাসেবক দিনরাত সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।এ উদ্যোগের বিষয়ে পাবনা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ও জেলা যুবলীগের আহ্বায়ক বিশিষ্ঠ সমাজসেবক আলী মুর্তজা বিশ্বাসের উদ্যোগে আমরা জেলা যুবলীগ করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আপ্রাণ প্রচেষ্টায় এখনো সেবা পাচ্ছে মানুষ। আমরা রাজনীতি করি মানুষের জন্য। কারো একার পক্ষে এই মহামারি মোকাবিলা করা সম্ভব নয়। এক সময় টাকা দিয়েও এই অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি। তাই এবারে আমরা সেই অতিব জরুরি স্বাস্থ্য সেবার যন্ত্র নিয়ে এগিয়ে এসেছি। শুধু কল করুন জেলা যুবলীগের হট লাইনে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।এই কার্যক্রম শুরু হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে শহরের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত প্রায় ২০টি বাড়িতে সরবরাহ করা হয়েছে অক্সিজেন সিলিন্ডার। তাই অতিব প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেন না, মাস্ক ছাড়া বের হবেন না। আমাদের হট লাইনে ফোন করুন হটলাইন নাম্বার -০১৭২৪-০৭৬৭৭০।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।
বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় জেলা কারাগারে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন মারা গেছেন। তিনি সোমবার দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ। তিনি জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা ছিল তাকে। গতকাল বিকেলেও তাকে নেবুলাইজার দেয়া হয়েছিল। পরে রাতে ২ টার দিকে মারা যান তিনি।