সিলেট : দুই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় রেকর্ড সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৩০২ জনের মধ্যে ১৭৭ জনই সিলেটের।একদিনে মারা গেছেন আরো তিনজন।এ নিয়ে গত এক বছরে সিলেট বিভাগে ২৬ হাজার ২৮৩ জন করোনা আক্রান্ত হলেন এবং মারা গেছেন ৪৮১ জন।শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩০২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৭৭ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ৫২ জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে গত বছরের মার্চ মাস থেকে চলতি ২ জুলাই পর্যন্ত বিভাগে মোট ২৬ হাজার ২৮৩ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ১৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৭৭ জন। পক্ষান্তরে এক বছরে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৮৫ জন।এছাড়া গত বছরের এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৮১ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলাতেই ৩৯৪ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন মারা গেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এখনো ৩৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৪৫ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ১৮ জন।সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, করোনায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। এর মধ্যে ৪৮ জনের করোনা পজিটিভ, উপসর্গ নিয়ে ৪০ জন এবং আইসিইউতে ১৫ জন চিকিৎসাধীন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।