সাবেক এমপি হান্নান আর নেই

সাবেক এমপি হান্নান আর নেই
 নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় কারাগারে থাকা ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নান (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মঙ্গলবার (১৫ জুন) ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।  তিনি জানান, এম এ হান্নান কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি হন। কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের প্রহরায় তিনি চিকিৎসাধীন ছিলেন।তিনি আরও জানান, কাশিমপুর কারাগার থেকে চলিত মাসের ৬ জুন এম এ হান্নান হাসপাতালে ভর্তি হন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। ভোর ৫টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি