আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী তার ন্যাটো মিত্রদের সাথে এক বৈঠকে বলেন, ন্যাটো মিত্ররা সহায়তা প্রদান করলে তুরস্কের বাহিনী হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে সম্মত আছে।তিনি বলেন, বিমানবন্দরের নিয়ন্ত্রণে তুরস্কের ৫০০ নিরাপত্তা রক্ষী কাজ করবে, যদি আর্থিক, লজিস্টিক এবং রাজনৈতিক সহায়তা প্রদান করা হয়।তুরস্কের আকসাজ নৌঘাঁটিতে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা সরানোর কথা রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। ধারনা করা হচ্ছে, তালেবানরা ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে। এর ফলে নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ অবস্থায় আফগানিস্তানে কূটনীতিকদের আনাগোনা বেড়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।