আবুধাবি থেকে ফেরত পাঠানো প্রবাসীদের বিমানবন্দরে বিক্ষোভ

আবুধাবি থেকে ফেরত পাঠানো প্রবাসীদের বিমানবন্দরে বিক্ষোভ

বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে করে আবুধাবি গিয়েছিলেন। কিন্তু তাদের আবুধাবি বিমানবন্দর থেকেই আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়।বাংলাদেশ পৌঁছেই সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ৬৮ জন প্রবাসী। তারা মাটিতে বসে বিক্ষোভ করেন। এ সময় আবুধাবি ফিরতে সরকারের হস্তক্ষেপ চান প্রবাসীরা।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ থেকে, গতকাল আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়ে ২২০ বাংলাদেশি নাগরিক। কিন্তু দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এদের মধ্যে ৬৮ জন প্রবাসীকে প্রবেশ করতে না দিয়ে দেশে পাঠিয়ে দেয়।তারা যেসব কোম্পানি বা এজেন্সির মাধ্যমে আবুধাবিতে গিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠানের অনুমোদন আবুধাবি সরকার বাতিল করে দেয়। এ কারণে তাদের দেশটিতে ঢুকতে দেওয়া হয়নি।এদিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েকজন প্রবাসী চলে গেছেন। বাকিদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে