এসময় ঘরে থাকা শিলপাটার শিল দিয়ে ফুফুর মাথায় আঘাত করেন জেসমিন। এতে নিকিতা মাটিতে লুটিয়ে পড়লে বটি দিয়ে উপর্যপরি কোপাতে থাকে জেসমিন। এতেই নিকিতার মৃত্যু হয়।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জেসমিন আক্তার হত্যাকাণ্ডের কথা এভাবেই শিকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।এরআগে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৭ টা থেকে দুপুরের মধ্যে যেকোনো এক সময় রাজধানীর গুলশান থানার নদ্দা এলাকায় ভাতিজির শিলের আঘাতে নিকিতা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত জেসমিন আক্তারকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে এবং নিকিতার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সিনথিয়া নিকিতার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।শুক্রবার (১১ জুন) দুপুর ২ টার দিকে নিকিতার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর নিকিতার মরদেহ নিয়ে তার ভাই মো. আজাদ হোসেন গ্রামের বাড়ি শেরপুর সদরের উদ্দেশ্য রওয়ানা হন। সেখানেই তার দাফন সম্পন্ন হয়।পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলশানের নদ্দায় এ হত্যাকাণ্ডটি ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জেসমিন আক্তার তার ফুফুকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।হত্যাকাণ্ডের সূত্রপাত কোথায়?
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিকিতা আক্তার-মুরাদ সম্পতি রাজধানীর গুলশান থানার নদ্দা এলাকায় নিজ বাসায় থাকতেন। এ দম্পতির কোনো সন্তান নেই। এদিকে, দু’একদিন আগে ভাতিজি জেসমিন আক্তার তার দুই মেয়েকে নিয়ে ফুফুর বাসায় (নিকিতা) বেড়াতে আসেন। বৃহস্পতিবার (১০ জুন) ভোরে যখন নিকিতা ঘুমিয়ে ছিলো, তখন জেসমিন আক্তারের বড় মেয়ে ঘরে পানি ফেলে দেয়। এতে নিকিতার ঘুম ভেঙে যায়। বিরক্ত হয়ে ভাতিজির ওই মেয়েকে একটি চর মারেন নিকিতা। এতে জেসমিন তেঁতে উঠে তার ফুফুকে (নিকিতা) জিজ্ঞাসা করেন কেন তার মেয়েকে চর মারলেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিকিতা তার হাতের কাছে ঝাড়ু জাতীয় কিছু দিয়ে জেসমিনকে আঘাত করে। তখন জেসমিন ক্ষোভে ঘরে থাকা শিল দিয়ে ফুফুর (নিকিতা) মাথার পেছনে আঘাত করে। এরপর নিকিতা মাটিতে পড়লে বটি দিয়ে উপর্যপরি কোপাতে থাকে জেসমিন। এতে ঘটনাস্থলেই নিকিতার মৃত্যু হয়।এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বাংলানিউজকে বলেন, ফুফু নিকিতাকে হত্যার বিষয়টি গ্রেফতার জেসমিন আক্তার স্বীকার করেছেন। বড় মেয়েকে চর দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে জেসমিন।
নিহতের পরিবারের দাবি:
নিহত নিকিতার আজাদ হোসেন বাংলানিউজকে বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে আমরা কিছু বলতে পারি না। জেসমিনই বলতে পারে কী কারণে সে আমার বোনকে হত্যা করেছে।
তিনি অভিযোগ করে বলেন, নিকিতা স্বামীর সংসারে খুব শান্তিতে ছিলো না। প্রায় আমার বোনের উপর নির্যাতন চালাতো তার স্বামী মুরাদ। এমনিতে মুরাদ কিছু্ করতো না। বাসায় থাকতো। প্রায় আমার বোনের জায়গা জমি তাকে লিখে দেওয়ার কথা বলতো তাকে। আর এতে আমার বোন (নিকিতা) রাজি না হলেই তাকে মারধর করতো। এছাড়া বিভিন্ন সময় আমার বোনের সঙ্গে কথায় কথায় খারাপ আচরণ ও মারধর করতো মুরাদ। তবে আমরা বোনের হত্যাকারী জেসমিনের কঠোর শাস্তির দাবি করছি।