আন্তর্জাতিক ডেস্ক : গত ছয় বছর ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বর আগ্রাসন ও লাগাতার বোমা বর্ষণের পর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সৌদি আরব। আর সে কারণে এখন অনেকটা বেপরোয়াভাবে মুখ রক্ষার পথ খুঁজছে দেশটি।ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির অন্তর্বর্তী প্রধান রিচার্ড আটউড এক নিবন্ধে এমন কথা বলেছে। রিচার্ড আটউড বলেছেন, ইয়েমেনে আগ্রাসন চালিয়ে সৌদি আরব যা চেয়েছিল, তা পায়নি। রিয়াদের এই ব্যর্থতা সৌদি সরকারকে বেকায়দায় ফেলেছে।তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করা সৌদি আরবের পক্ষে সম্ভব নয়। উল্টো তাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনরোষ বাড়চে। ইয়েমেন পরিস্থিতি স্বাভাবিক করতে সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছে ইরান। কিন্তু কোনো কাজ হচ্ছে না। যুদ্ধের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সূত্র: পার্সটুডে
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।