‘মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব’

‘মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব’
আন্তর্জাতিক ডেস্ক : গত ছয় বছর ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বর আগ্রাসন ও লাগাতার বোমা বর্ষণের পর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সৌদি আরব। আর সে কারণে এখন অনেকটা বেপরোয়াভাবে মুখ রক্ষার পথ খুঁজছে দেশটি।ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির অন্তর্বর্তী প্রধান রিচার্ড আটউড এক নিবন্ধে এমন কথা বলেছে।  রিচার্ড আটউড বলেছেন, ইয়েমেনে আগ্রাসন চালিয়ে সৌদি আরব যা চেয়েছিল, তা পায়নি। রিয়াদের এই ব্যর্থতা সৌদি সরকারকে বেকায়দায় ফেলেছে।তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করা সৌদি আরবের পক্ষে সম্ভব নয়। উল্টো তাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনরোষ বাড়চে।  ইয়েমেন পরিস্থিতি স্বাভাবিক করতে সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছে ইরান। কিন্তু কোনো কাজ হচ্ছে না। যুদ্ধের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সূত্র: পার্সটুডে

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

একই দিনে ভেঙ্গে পড়লো বেত্রবতী নদীর ৩ সেতু; ভোগান্তিতে ৬ ইউনিয়ন ও পৌরসভার লক্ষাধিক মানুষ! 

আজ থেকে সাত দিনই চলবে মেট্রো রেল