রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি
ঢাকা: বর্ষা ছড়িয়ে পড়ায় রাজধানীতে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। থেমে থেমে দিনভর এমন বর্ষণ থাকতে পারে।রাজধানীতে গত কয়েকদিন থেকেই হালকা থেকে ভারী বর্ষণ হচ্ছে। মঙ্গলবার (৮ জুন) দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (১০ জুন) নাগাদ মৌসুমি বায়ু তথা বর্ষা সারাদেশে বিস্তার লাভ করতে পারে। আর আগামী শুক্রবারের (১১ জুন) দিকে সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ।
এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্টাংশে মৌসুমি বায়ু আরও অসের হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু দেশের পূর্বাঞ্চলের উপর সক্রিয় এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।এ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।এদিকে ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার।  আগামী বুধবার (৯ জুন) নাগাদ সারাদেশের অবশিষ্টাংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নোবিপ্রবির নতুন গ্রন্থাগারিক সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা

সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুন: আমান উল্লাহ