নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় আলফাজ উদ্দীন তালুকদার (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত আলফাজ উদ্দীন তালুকদার চাঁদপুরের উত্তর বালিয়া গ্রামের ফজলুল হকের ছেলে।শনিবার (৫ জুন) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক আমির হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে ঢাকায় ফেরার পথে একটি পিকআপভ্যাগ হঠাৎ ব্রেক করলে পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলটি পড়ে যায়। এসময় পেছনে থাকা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।