নিজস্ব প্রতিবেদক : আগামী মঙ্গলবার (১ জুন) থেকে সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি আপিল বিভাগের কার্যক্রম চলবে। প্রধান বিচারপতির আদেশক্রমে সোমবার (৩১ মে) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা।বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের এক নম্বর কোর্ট তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আগামী মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে (বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতি) দুপুর দেড়টা পর্যন্ত বিচার কার্যক্রম পরিচালিত হবে। এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে গত ১২ এপ্রিল থেকে ভার্চ্যুয়ালি আপিল বিভাগের এক নম্বর কোর্ট প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিচার কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হতো।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।