রাঙামাটি প্রতিনিধি : আগুন লেগে রাঙামাটি-ভারত সীমান্তবর্তী বরকল উপজেলার ছোট হরিণা বাজারের প্রায় ২৮টি দোকান ও কয়েকটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিন কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ মে) দিনগত গভীর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুন লেগে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয় লোকজন ও ছোট হরিণা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে বাজারের ২৮টি দোকান ও কয়েকটি বসতঘর পুড়ে যায়।বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) জুয়েল রানা বলেন, আমি সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছি।তিনি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে, আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা করে সাহায্য করা হয়েছে এবং পরে আরও সাহায্য করা হবে।